Policy

 

Unique Zone BD – পলিসি ও নিয়মাবলী

আমরা চাই আমাদের সব গ্রাহক ও রিসেলাররা স্বচ্ছতা ও নিরাপত্তার মধ্যে থেকে কাজ করুন। তাই নিচে আমাদের ব্যবসায়িক নীতিমালা দেওয়া হলো:


🔸 অর্ডার পলিসি:

  • অর্ডার কনফার্ম করার পরই প্রসেসিং শুরু হবে।

  • ভুল তথ্য বা ভুল ঠিকানা দিলে ডেলিভারিতে দেরি বা সমস্যা হতে পারে—এটা গ্রাহকের দায়িত্ব।

  • ক্যাশ অন ডেলিভারি বা অ্যাডভান্স উভয় পেমেন্ট অপশন পাওয়া যাবে নির্দিষ্ট পণ্যের জন্য।


🔸 পেমেন্ট পলিসি:

  • রিসেলারদের জন্য পেমেন্ট পদ্ধতি খুব সহজ: বিকাশ/নগদ/রকেট/ব্যাংক ট্রান্সফার।

  • পেমেন্ট কনফার্ম হলে অর্ডার প্রসেস হবে।

  • কমিশন নির্ধারিত নিয়ম অনুযায়ী মাস শেষে/সাপ্তাহিক/অর্ডার অনুযায়ী প্রদান করা হবে (যেটা চুক্তি অনুযায়ী নির্ধারিত)।


🔸 রিটার্ন ও রিফান্ড পলিসি:

  • শুধুমাত্র প্রডাক্ট ড্যামেজ বা ভুল পণ্যের ক্ষেত্রে রিটার্ন করা যাবে।

  • রিসেলারদের মাধ্যমে বিক্রি হওয়া পণ্যের রিটার্ন কনফার্ম করতে গ্রাহকের ছবি/ভিডিও প্রমাণ প্রয়োজন।

  • রিটার্ন পণ্যের কন্ডিশন ভালো না থাকলে রিফান্ড বাতিল হতে পারে।


🔸 রিসেলার নীতিমালা:

  • রিসেলারদের প্রদান করা পোস্ট, ছবি, প্রাইসিং মানতে হবে।

  • নিজ দায়িত্বে মার্কেটিং করতে হবে তবে আমরা নিয়মিত গাইডলাইন ও কনটেন্ট সরবরাহ করব।

  • গ্রাহকের সাথে সবসময় ভদ্রভাবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে।


🔸 প্রাইভেসি ও নিরাপত্তা:

  • গ্রাহক বা রিসেলারের দেওয়া তথ্য আমাদের কাছে সম্পূর্ণ নিরাপদ ও গোপন থাকবে।

  • কোনো তথ্য তৃতীয়পক্ষের সঙ্গে শেয়ার করা হবে না।


📌 আমাদের লক্ষ্য: একটি বিশ্বস্ত অনলাইন রিসেলার প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে সবাই ঘরে বসেই আয়ের সুযোগ পায়।

0 Reviews

TOTAL :
SHIPPING FEE :
GRAND TOTAL :

Thank . We received your oder.

Payment Method
Order ID
Date order
Total

অর্ডার করার পর নিচের যেকোন একটি পেমেন্ট মেথড বাছাই করে পেমেন্ট করে নিন। এবং আপনার Order কোডটি মনে রাখুন বা সেভ করুন, এবং এই কোডটিই Next টাইম প্রয়োজন হবে করফারমেশন এর জন্য।
ধন্যবাদ!

Please make your payment directly into our bank account. Use your Order ID as the payment reference. Your order won't be shipped until the funds have cleared in our account.

Order detail:

Product Name:
Quantity:
Size:
Price:

Customer's detail:

Full name:
Email:
Phone number:
Postcode:
Address:
City:
State:
Country:

Contact form

Name

Email *

Message *